টেলিভিশনেই করা যাবে ভিডিও কল!

310

নতুন পোর্টাল ডিভাইস; পোর্টাল টিভি, পোর্টাল মিনি উন্মোচন করেছে ফেসবুক। পোর্টাল টিভিতে ব্যবহৃত হবে একটি ক্যামেরা ও মাইক্রোফোন যা আপনার টিভিকে রূপান্তরিত করবে একটি ভিডিও কলিং ডিভাইসে। আকারে ছোট ভিডিও চ্যাটিং ডিভাইসটি টেলিভিশনের সামনে রাখলেই বড় স্ক্রিনে ভিডিও কলের সুযোগ মিলবে। নভেম্বরে বাজারে আসবে, দাম পড়বে ১৪৯ ডলার।  ‘পোর্টাল টিভি’ ছাড়াও পুনরায় ডিজাইনকৃত একটি ‘পোর্টাল’ ও ‘পোর্টাল মিনি’ নামের আরও দুটি পোর্টাল ডিভাইস আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। ট্যাবলেট কম্পিউটারের আদলে তৈরি ১০ ও ৮ ইঞ্চি স্ক্রিনের ডিভাইসগুলো পাওয়া যাবে অক্টোবরে। দাম পড়বে ১২৯ ও ১৭৯ ডলার।