Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

টুথপেস্ট টিউবের মধ্যে মাদক পাচার!

টুথপেস্ট টিউবের ভেতরে মাদকপাচারের একটি চক্রকে আটক করেছে ভিয়েতনামের পুলিশ। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৫০ কেজি মাদক পাচার করছিল চক্রটি। এ ঘটনায় ৬৫ জনকে আটক করা হয়েছে। এর আগে গত মাসে প্যারিস থেকে হো চি মিন সিটিতে ফেরা ভিয়েতনাম এয়ারলাইন্সের চার ক্রুর ব্যাগ থেকে একটি টিউব উদ্ধার করা হয়। ওই টিউবের ভেতরে মাদক ছিল। ৬০ কেজি টুথপেস্ট পরিবহনের জন্য তাদের ভাড়া করেছিল পাচারকারীরা। তবে ওই ক্রুরা জানতেন না যে, টিউবের ভেতরে অ্যাস্টেসি, কিটামিন ও কোকেনের মতো মাদক রয়েছে। ৩২৭টি টুথপেস্ট টিউবের অর্ধেকের মধ্যেই মাদক ছিল।  পুলিশ জানিয়েছে, চলতি সপ্তাহে একই রুট দিয়ে মাদকের ছয়টি চালান পাঠানো হচ্ছিল। এতে জড়িত সন্দেহে ৬৫ জনকে আটক করা হয়েছে। যে চক্রটি ফ্লাইট অ্যাটেনডেন্টদের দিয়ে মাদক আনিয়েছিল, তারাই নতুন পাচারের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। একই সিন্ডিকেট প্রায়ই দেশে মাদক আনার জন্য ফ্রান্সে অধ্যয়নরত এবং বসবাসরত ভিয়েতনামী নাগরিকদের ব্যবহার করে।

Exit mobile version