টুইটারে লতা মঙ্গেশকরকে অপমানে আদনান সামির কড়া জবাব

32

কারণে-অকারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের কটাক্ষ, বিদ্রুপ, ব্যঙ্গ ও অপমান সহ্য করতে হয়। তোলা হয় ভার্চুয়াল কাঠগড়ায়। এবার সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে অপমান করলেন এক নেটিজেন। তা নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। তীব্র প্রতিবাদ জানালেন সকলে। কড়া জবাব দিলেন সংগীতশিল্পী আদনান সামি এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

টুইটটি করা হয়েছিল কাবেরী নামে এক প্রোফাইল থেকে। যেখানে লেখা হয়, ‘ভারতীয়দের মগজধোলাই করে এটা বোঝানো হয়েছে যে লতা মঙ্গেশকরের কণ্ঠ ভাল।’ সেই টুইট শেয়ার করে আদনান সামি লেখেন, ‘বান্দর কেয়া জানে অদ্রক কা স্বাদ।… মুখ খুলে সবার সামনে নিজের নির্বুদ্ধিতা প্রমাণ না করে চুপ করে থাকলে ভাল হত না!!’

পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি লতা মঙ্গেশকরের নিন্দুকরা যেন পরের জন্মে আমাদের মতো মানুষ হয়ে জন্মান যাতে তারা সৌন্দর্যের মূল্য এবং স্বর্গীয় অনুভূতি বুঝতে পারেন।’

ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরাও। গৌরব মিশ্র নামে একজন ‘রং দে বাসন্তী’ ছবির গান শেয়ার করে লিখেছেন, ‘এটা ঠিক লতা মঙ্গেশকের কণ্ঠ শুধু ভাল নয়। আসলে লতা মঙ্গেশকরজির কণ্ঠই সেরা।’

প্রিয়ঙ্ক নামের এক নেটিজেন আবার লেখেন, ‘কাবেরীর মন্তব্যের থেকেও বেশি সমস্যার সেই নির্বোধরা, যারা এই টুইটে লাইক করেছে।’ এমনই অসংখ্য প্রতিবাদে ভরে গিয়েছে টুইটার। ৯১ বছরের কিংবদন্তির হয়ে এভাবেই জবাব দিয়েছেন নেটিজেনরা।