টুইংকেলের সঙ্গে সঞ্চালকের আসনে কাজল
বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’। এই টক শো অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে এই দুই তারকাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় আসছেন কাজল। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন করা হয়। শোয়ের ট্রেলারে আমির খান, সালমান খান, গোবিন্দ, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর, জাহ্নবী কাপুররে মতো তারকাদের দেখা গেছে। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ। ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে দুজনের প্রাণবন্ত আড্ডা উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে ‘টু মাচ’ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।
বর্তমানে ওটিটি থেকে বড় পর্দা- সব খানেই সমান দাপটে কাজ করছেন কাজল। অন্যদিকে টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই নায়িকা নতুন শো ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এরপর প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে নতুন পর্ব।