টি-টোয়েন্টিতে রেটিং বাড়লো টাইগারদের

472

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সেভাবে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের সিরিজে একটি জিতেছিল মুশফিকরা। যার প্রভাব পড়েছে বার্ষিক র‌্যাংকিং টেবিলে। অবস্থানের হের ফের না হলেও ৪ পয়েন্ট বেড়েছে টাইগারদের। যদিও আগের সেই দশম অবস্থানেই রয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের রেটিং ৭৮। নবম স্থানে থাকা আফগানিস্তানের বেড়েছে ৬ পয়েন্ট। তাদের রেটিং বর্তমানে ৯০। শীর্ষে থাকা নিউজিল্যান্ড ২ রেটিং হারালেও ১২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছে। ৭ পয়েন্ট বেড়ে ৩ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। একধাপ এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানও। ২ ধাপ পিছিয়ে চারে নেমে গেছে ভারত।