শেয়ার বাজার টানা দরপতনে লোকসানে বিনিয়োগকারীরা

40

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮৪.১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন প্রধান সূচকটি কমেছিল । দেশের শেয়ার বাজারে টানা দরপতনে লোকসানের মুখে পড়েছে বিনিয়োগকারীরা। গতকাল মঙ্গলবারও মূল্যসূচকের বড় পতনে লেনদেন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, মন্দ কোম্পানির পাশাপাশি বাজারে এখন ভালো কোম্পানির শেয়ারেরও দরপতন হচ্ছে। ফলে বিনিয়োগকারীরা হতাশ। চলতি বছরের জানুয়ারিতে ‘ফ্লোরপ্রাইস’ প্রত্যাহারের পর যারা নতুন করে বাজারে বিনিয়োগ করেছিলেন, তারাও এখন লোকসানের মুখে পড়েছেন। ৬৯.৮০ পয়েন্ট। এর আগে ২০২১ সালের ২৫ মে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৮৮৪ দশমিক ৭৮ পয়েন্ট। গতকাল এই বাজারে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়া সূচক ১৭.৮৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা আট কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। আর শেষ ২৪ কার্যদিবসের মধ্যে ২০ কার্যদিবসেই দরপতন হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২১ কোটি ১৩ লাখ টাকা। লেনদেনকৃত মোট ৩৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৪১টির, কমেছে ৩১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৪০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, রেনেটা লিমিটেড, বেস্ট হোল্ডিং, এস এস স্টিল, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং লাভেলো আইসক্রিম। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৭৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১২ কোটি ৯৬ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ২১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।