চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল নামে পরিচিত) ৯০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। “এসো মিলি প্রাণের টানে, ৯০ বছর উদযাপনে”—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২১ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উৎসবটি পালিত হয়। সকালে বিদ্যালয় মাঠে বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটা হয় এবং ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় ৯০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুকুলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বর্তমান প্রধান শিক্ষক হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মো. আকবর আজিজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম, স্বাস্থ্য বিভাগ রাজশাহী অঞ্চলের সাবেক পরিচালক ডা. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ডা. এ. টি. এম. মোজাম্মেল হক বকুল, চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদ, সমাজসেবক শফিকুল আলম এবং চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের সম্পাদক গোলাম জাকারিয়া।

বক্তারা বলেন, এই আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকজ গম্ভীরা গান পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে দেশ-বিদেশে কর্মরত ১৬ জন সাবেক শিক্ষার্থীকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। বিকেলে স্মৃতিচারণ করেন সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা। সন্ধ্যায় আতশবাজির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।