টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু, যোগ দিলেন ভেট্টোরি

117

আসন্ন ভারত সফর সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি।

ক্যাম্পের প্রথম দিন থেকেই দলের সঙ্গে যোগ দিলেন স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। এদিন অনুশীলনে ভেট্টোরি ছাড়াও বাকি কোচরাও হাজির হয়েছিলেন। তবে প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন ওপেনার ইমরুল কায়েস।

এদিকে, পারিবারিক কারণে তামিমের টি-টোয়েন্টি সিরিজে না থাকার শঙ্কা আছে খানিকটা। শেষ পর্যন্ত তিনি না গেলে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হচ্ছে তাকে। তামিম মাঠে এলেও অনুশীলন করেননি। পাঁজরের চোটের কারণে শুরুর দিনে তার অনুশীলন করেননি।

শুক্রবার ঢাকায় এসে পৌঁছেন সাকিব আল হাসানদের নতুন স্পিন কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। যিনি নিয়মিত নন, অনিয়মিতভাবেই বাংলাদেশের স্পিনারদের প্রশিক্ষণ দেবেন। আগামী ৩ নভেম্বর থেকে ভারতের মাটিতে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৪ নভেম্বর থেকে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।