টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই নাহিদ-রিয়াদ

প্রস্তুতি ম্যাচ ভালো যায়নি বাংলাদেশের। হারতে হয়েছে পাকিস্তান শাহিনসের কাছে। সেই ধাক্কা সামলে আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই টস ভাগ্য রইল নাজমুল হাসান শান্তর পক্ষে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। একাদশে জায়গা হয়নি আলোচিত পেসার নাহিদ রানার। নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। এর আগে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ৫ উইকেটের জয়ে পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ভারতের বিপক্ষে জয় পাওয়া হয়নি তাদের। গত ১৮ বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও দশ ম্যাচ খেলেও ভারতকে হারাতে পারেনি তারা।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ভারতের কাছে হেরেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালেও বাংলাদেশের স্বপ্ন থামিয়ে দিয়েছিল ভারত। এবার সময় হয়েছে সেই আক্ষেপ ঘুচানোর। বাকিটা দেখা যাবে মাঠেই। বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।