ঝিলিমে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপ: সচেতন হওয়ার আহ্বান বক্তাদের

43

বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো জায়গায় পানি জমিয়ে রাখা যাবে না, যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। শনিবার (০২ ডিসেম্বর) বিকেলে জেলার সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা ফিল্টিপাড়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের নিয়ে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি সংলাপে তারা এসব কথা বলেন। বাল্যবিয়ে সম্পর্কে তারা বলেনÑ বাল্যবিয়ের কারণে আমাদের মেয়েদের স্বাস্থ্যহানি হয়, মৃত্যুও হয়। লেখাপড়া থেকে তারা বঞ্চিত হয়। তাই মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করতে হবে। মনে রাখা দরকার, এখন ডিজিটাল যুগ, এখন আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি, তাই স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হতে হলে বাল্যবিয়ে থেকে বিরত থাকতে হবে। বাল্যবিয়ে এই সমাজের অভিশাপ বলে তারা উল্লেখ করেন। ইউনিসেফ বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএসএইডের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এই সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিঠুন মৈত্র, সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার ব্যবস্থাপক মো. আশরাফ আলী, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও শহীদুল হুদা অলক, ৮নং ওয়ার্ড সদস্য শরিয়ত উল্লাহ, মহিলা সদস্য শওকত আরা সুইটি।
সংলাপে সভাপতিত্ব করেন ঝিলিম ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি পাল।
সংলাপে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়াও ঝিলিম ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।