ঝিলিক আমি অল্পতে তুষ্ট থাকা মানুষ

46

জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক দিন শো হয়নি। অপেক্ষায় ছিলাম কনসার্টের। নির্বাচন শেষ হয়েছে। এখন শো আসছে। আগামী সপ্তাহে স্টেজ শোর ব্যস্ততা বাড়বে। জানিতা আহমেদ ঝিলিক। কণ্ঠশিল্পী। সম্প্রতি রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হয়েছে তাঁর গাওয়া ‘ঝিলিক’ শিরোনামে একটি গানের ভিডিও। নতুন গান ও অন্যান্য প্রসঙ্গে এ কণ্ঠশিল্পী কথা বলেছেন সমকালের সঙ্গে। খুবই ভালো। সবাই গানটি বেশ পছন্দ করছেন। নাম নিয়ে গান খুব কমই হয়। সেদিক থেকে এটি আলাদা ধরনের গান। গানটি শুনলে শ্রোতারা বুঝতে পারবেন। সহকর্মীরাও গানটি শুনে আমাকে বেশ উৎসাহ দিচ্ছেন। আমার শ্রোতা-ভক্তরা গানটি দারুণভাবে নিয়েছেন। ‘সুরের জাদুতে চোখের মায়াতে করেছি উতলা আমি দিগ্বিদিক/ সবাই আমার পিছে ঘোরে আমি সবার আগে/ কোথাও পড়ে যায় হিড়িক/ আমি ঝিলিক– এমন কথার গানটি লিখেছেন জামাল হোসেন। সুর মিলন মোহাম্মদের। সুরটাও পারফেক্ট হয়েছে। এর সংগীত আয়োজন করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও নির্মাণে ছিলেন সৈকত রেজা। গাওয়ার পাশাপাশি গানটির মডেলও হয়েছি। গানটি গাইতে পেরে মনে ভীষণ আনন্দ জেগেছে। অনেকেই মনে করতে পারেন, পরিকল্পনামাফিক গানটি হয়েছে। আসলে তা নয়। কোনো পরিকল্পনা করে গানটি করিনি। আর নিজের নামে গান করার কথা কখনও ভাবিনি। এটি আমার জন্য ছিল সারপ্রাইজ। আমার বেশির ভাগ কাজ রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হয়। রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল ভাই একদিন ফোনে বললেন, আমার নামে একটা গান লিখেছেন। এরপর মিলন আমাকে সুরটা পাঠিয়ে দিল। গীতিকার জামাল হোসেন ভাই আমাকে রঙ্গন মিউজিক পরিবারের সদস্য মনে করেন বলেই আমাকে ভেবে গানটি করেছেন। আমার বিশ্বাস, শ্রোতাদেরও এটি ভালো লাগবে। আমি খুব অল্পতে তুষ্ট থাকা একজন মানুষ। চাহিদা খুব বেশি নয়। আমার গান নিয়ে মানুষজন কথা বলে, সেটি অনেক বড় পাওয়া। সেরা কণ্ঠের প্রতিযোগিতার আসরে রুনা লায়লা ম্যাডাম আমাকে নিজের হাতে মুকুট পরিয়েছেন– এটিই সংগীত ক্যারিয়ারের বড় অর্জন। এর পর অনেক অডিও গান, প্লেব্যাক করেছি। নিজের তিনটি অ্যালবাম আছে। দেশ-বিদেশে দাপিয়ে বেড়াচ্ছি। সব মিলিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। তবে মানুষের স্বপ্ন আকাশছোঁয়া। চাহিদার শেষ নেই। আগামীতে আরও ভালো ভালো গান করার ইচ্ছা রয়েছে। শ্রোতাদের ভালোবাসার ডানায় ভর করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যুগের সঙ্গে তাল মেলাতে হলে আমারও চ্যানেল খুলতে হবে। সিদ্ধান্ত নিয়েছি, আমিও ইউটিউব চ্যানেল খুলব। ইউটিউবের দর্শক-শ্রোতা অনেক ধরনের গান শুনতে চান। এ কারণে একসঙ্গে অনেক বেশি গান জোগাড় করতে হবে। প্রস্তুতি নিচ্ছি। হয়তো শিগগিরই ঘোষণা আসবে। আপাতত আমি অনেক ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত। সেখানেই আমার গানগুলো প্রকাশ করছি।