ঝালিয়ে নিলেন রোমান-দিয়ারা

148

‘আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২, স্টেজ-৩’-এ খেলতে বর্তমানে ফ্রান্সের প্যারিসে রয়েছে বাংলাদেশ আর্চারি দল। আসরে রিকার্ভ ডিভিশনে প্রতিযোগিতা করবেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা।

আজ কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ আর্চারি দল শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে পুরুষ ও মহিলা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৬টায় রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড কাপে বিশ্বের ৫১টি দেশের ২১২ জন পুরুষ ও ১৪৮ জন মহিলাসহ মোট ৩৬০ জন আর্চার অংশগ্রহণ করছেন। রিকার্ভ ডিভিশনে একক ইভেন্টে ১২৪ জন পুরুষ ও ৮৩ জন মহিলা আর্চার, পুরুষ দলগত ইভেন্টে ৪২টি দল, মহিলা দলগত ইভেন্টে ৩০টি এবং মিশ্র দলগত ইভেন্টে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।