জোরেশোরে প্রস্তুতি চলছে ভালোবাসা দিবসের

168

ভালোবাসা দিবসের ২০ দিন বাকি। এরইমধ্যে এ দিবসকে ঘিরে নানা প্রস্তুতি চলছে। পিছিয়ে নেই অডিও বাজারও। এবার অডিও ইন্ডাস্ট্রির জন্য বছরের প্রথম এ দিবসটি বেশ গুরুত্ব বহন করছে। কারণ, গত প্রায় একটি বছর অনেকটাই নিথর অবস্থায় ছিল ইন্ডাস্ট্রি। গতি তেমন একটা ছিল না বললেই চলে। হাতে গোনা কিছু গান ছিল শ্রোতাপ্রিয়তায়। কিন্তু সার্বিক অবস্থা নিয়ে সংগীতসংশ্লিষ্টরা বছরজুড়েই হতাশা ব্যক্ত করেছেন। গত বছরের শেষের দিকে অডিও প্রযোজকদের সংগঠন এমআইবি বেশ কয়েক বার আলোচনায় বসেছে সেলফোন কোম্পানিগুলোর সঙ্গে। দফায় দফায় বৈঠকের মাধ্যমে ওয়েলকামটিউনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনও বছরের প্রথম তিন-চার মাসে আসবে বলেও মনে করছেন এমআইবির কর্তাব্যক্তিরা। আর সেক্ষেত্রে ভালোবাসা দিবসটির ওপরই নির্ভর করছে অনেক কিছু। এ দিবসটিকে ঘিরে তাই অডিও বাজার জমে উঠার অপেক্ষায় রয়েছেন সংগীতসংশ্লিষ্টরাও। এরইমধ্যে অডিও কোম্পানিগুলোও বেশ ভালো প্রস্তুতি নিচ্ছে ভালোবাসা দিবসকে ঘিরে। চলতি প্রজন্মের শিল্পীদের গানই বেশি প্রকাশ হবে এবারের ভালোবাসা দিবসের অডিও বাজারে। সব মিলিয়ে গেল বছরের ডিসেম্বর থেকেই জোরেশোরে প্রস্তুতি চলছে এ দিবসটিকে সামনে রেখে। তবে এবারও সিঙ্গেল গাননির্ভর হতে যাচ্ছে অডিও বাজার। এর মধ্যে স্বনামধন্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের নতুন গান প্রকাশের কথা রয়েছে ভালোবাসা দিবসে। এ ছাড়া ফাহমিদা নবীর একাধিক গানও প্রকাশের কথা রয়েছে ভালোবাসা দিবসে। এর বাইরে এ দিবসটিতে বেশ কিছু গান ভিডিওসহ প্রকাশের কথা রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। এ বিষয়ে তিনি বলেন, চলতি বছরের শুরু থেকেই গান প্রকাশের মিশন চলছে। প্রায় ২২টি গান রেডি আছে। আরও গানের কাজ চলছে। ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু গান প্রকাশ হবে। এর মধ্যে ভিডিওসহ গানও থাকবে। একেকটি গান এক একরকম হচ্ছে। আমার বিশ্বাস এগুলো ভালো লাগবে শ্রোতাদের। এদিকে এর বাইরে চলতি সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের বেশ কিছু গান ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হবে। লেজারভিশন, সিডি চয়েজ এবং সিএমভি প্রকাশ করবে ইমরানের নতুন গান ও ভিডিও। অন্যদিকে নাজমুন মুনিরা ন্যান্সি এবং দিলশাদ নাহার কনার গানও প্রকাশের কথা রয়েছে এ দিবসটিতে। এছাড়াও বেশ কিছু গান প্রকাশ হবে কাজী শুভ, এফ এ সুমন, মিনার, পূজা, তানজীব সারোয়ার, ঐশী, বৃষ্টিসহ বেশ কিছু চলতি প্রজন্মের শিল্পীর। ভালোবাসা দিবসের প্রস্তুতি প্রসঙ্গে লেজারভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান বলেন, আমরা অনেক বেশি কিছুই করছি না। আবার কমও করছি না। ভালো কিছু গান ভালোবাসা দিবসে প্রকাশের প্রস্তুতি নিয়েছি। আসলে গত বছরটা আমাদের পুরো ইন্ডাস্ট্রির জন্যই ভালো যায়নি। এ বছরের ভালোবাসা দিবসটা তাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু জনপ্রিয় শিল্পীর গান প্রকাশ করবো আমরা। আশা করছি ভালো কিছু হবে। এদিকে ফাহমিদা নবী বলেন, আগে ভালোবাসা দিবসকে ঘিরে কত না অ্যালবাম প্রকাশ হতো। জমজমাট হয়ে উঠত দিবসটি। চারদিক থেকে বিভিন্ন শিল্পীর ভালোবাসার গান শোনা যেত। আর এখন অবস্থা পুরো বিপরীত। গত কয়েক বছর ধরেই সেই জমজমাট বিষয়টি আর নেই। ক্যাসেট থেকে সিডি আর সিডি থেকে এখন ডিজিটালি প্রকাশ হচ্ছে গান। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই পরিবর্তনটা হয়েছে। এখন আর অ্যালবাম নেই। ইউটিউবে সিঙ্গেল প্রকাশ হয়। কিন্তু তার সংখ্যাও কমে গেছে। এবারের ভালোবাসা দিবসে আশা করবো কিছুটা হলেও পরিবর্তন ঘটবে। অনেক গান প্রকাশ হবে। আমার কিছু গানও এ দিবসটিতে আসবে। আশা করছি ভালো লাগবে সবার।