জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ। প্রশিক্ষনের উদ্বোধনী বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।