জেলা শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাইম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহীন আলম আজম। গতকাল রাতে জেলা শহরের কালীতলা এলাকায় ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে। জেলা ডিএনসি’র সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা সাইমকেকে ৪০ বোতল ও শাহীন আলম আজমকে ৪৮বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।