জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির সভাপতি হারুণ সম্পাদক বাবু

চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।  শনিবার স্থানীয় সন্ধ্যা কমিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটিই বহাল রাখা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মো. হারুণ অর রশিদ, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. শামসুদ্দিন, সহসভাপতি পদে মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক পদে মসিউল করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ মফিজ উদ্দিন, সহসাধারণ সম্পাদক সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া কার্যানির্বাহী কমিটির ১১ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন-আব্দুর রাজ্জাক, সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, আশরাফুল হক, রেজাউল করিম, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহিম আলী বাবলু, বোরহান উদ্দিন সেন্টু, শামীম হোসেন।