Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সঙ্গে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সঙ্গে এসিডির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহায়তায় অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এসভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা।
সভায় জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির ২০ সদস্যসহ এসিডি’র প্রোগ্রাম অফিসার এনামুল হক এবং উপজেলা সমন্বয়কারী রুপম কুমার দেব উপস্থিত ছিলেন। বাল্য বিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Exit mobile version