জেলা পর্যায়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

221

আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এসএফএম খাইরুল আতাতুর্ক। আমরা যে ভিটামিন এ প্লাস দিচ্ছি এটা তিনটা কাজ করবে রাতকানা রোগ প্রতিরোধ করবে, বাচ্চারা লম্বা হবে এবং ডায়রিয়া বা পেটের কোন অসুখ হয় তাহলে তা প্রতিরোধ করবে। বাচ্চাকে ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস পরে মায়ের বুকের দুধের পাশাপাশি কিছুটা সম্পুরক খাবার খাওয়াতে হবে। সকাল এবং বিকালে বাড়ীর তৈরী কিছু খাবার আম, কলা, পেঁপে, মিষ্টি কুমড়া, পুঁইশাক এ খাবারগুলো খাওয়াতে হবে। আর ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ কোন পাশ্বপ্রতিক্রিয়া নাই। সিভিল সার্জন অফিস আয়োজিত এই সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।