জেলা কারাগারে সচেতনতামূলক সভায় মাদকবিরোধী শপথ নিলেন ৫০০ কারাবন্দি

163

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক থাকা কারাবন্দিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় জেলা কারাগারের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেনÑ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁন, সিভিল সার্জনের প্রতিনিধি কারা হাসপাতালের সহকারী সার্জন আসলাম হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, কারাগারের জেলার হাবীবুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি জেলার আবিদ আহমেদ। প্রধান অতিথি মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। কারাবন্দিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।