জেলা কারাগারে অবৈধ, বেআইনী লেনদেন ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অবৈধ ও বেআইনী লেনদেন হচ্ছে এবং কারাগারে বিভিন্ন অনিয়ম চলছে দাবি করে এর প্রতিবাদে জেল গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে ‘সাধারণ ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা’ ব্যানারে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা কর্মসূচীতে যোগ দেন। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের মূখপাত্র মুত্তাসিন বিশ^াস, নুর আশিক তানভীর, সাদ হোসেন মুজাহিদ, গণ অধিকার পরিষদের ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের মাহিন খানসহ অন্যরা। বক্তরা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মাদক ব্যবসায়ীসহ কিছু বন্দী টাকার বিনিময়ে কারাগারে বেশি সুবিধা পেলেও সাধারণ বন্দীরা অবহেলিত। কারাগারে চলছে ঘুষ বানিজ্য, সিট বানিজ্য। মোবাইল ফোন ও ক্যান্টিন সুবিধা নিতে অনেক বেশী টাকা লাগে। বন্দীদের সাথে দেখা করিয়ে দেয়ার জন্য প্রচুর টাকা নেয়া হয় স্বজনদের নিকট থেকে। কারা হাসপাালে চলছে সিট বানিজ্য। অথচ যে সব অসুস্থ সাধারণ কয়েদী ও হাজতীর চিকিৎসা প্রয়োজন তাঁরা তা পায় না। মাদক ব্যবসায়ীরা বিশেষ সুবিধা পায়। জামিন হওয়া আসামী ছাড়তেও টাকা নেয়া হয় নতুবা তাঁদেও মুক্তি বিলম্বিত হয়। এমনকি বন্দীদের দিয়ে বর্জ্য পরিস্কার ও পশু পালণের মত কাজও করানো হয় এই কারাগারে। এসব গোপন কিছু নয়। বিভিন্ন উদহারণ তুলে ধরে তাঁরা বলেন,সকলেই এখন এসব অবৈধ কারবার সম্পর্কে জানে। বক্তরা এসব বেআইনী লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে এসব কারবার বন্ধ করতে হবে। জেল কর্তৃপক্ষকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ছাত্র নেতারা বলেন, এ সব বন্ধ না হলে জেলখানা ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। কর্তৃপক্ষ কোনভাবেই ছাড় পাবেন না। এব্যাপারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ বলেন, অভিযোগকারীরা যদি লিখিত আকারে কোন সুনির্দিষ্ট অভিযোগ দেয় তবে তা তদন্ত করে দেখা হবে। তদন্তেই প্রকৃত অবস্থা উঠে আসবে। সেই অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।