জেলা আইনজীবী সমিতির তফসিল ঘোষণা : নির্বাচন ২৪ ফেব্রুয়ারি

আগামী ২৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবার ভোটার রয়েছেন ২১৫ জন। এরই মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা বিষয়ে আপত্তি ও শুনানি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র বিক্রয়ের দিন।
সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। আগামীকাল বুধবার প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ করা হবে। পরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মো. ওবায়দুল হক, মো. আব্দুল ওদুদ, আলহাজ মুহাম্মদ ইসাহাক, আলহাজ মো. মনিরুল ইসলাম ও মোহা. আকরামুল ইসলাম আকরাম; সিনিয়র সহসভাপতি পদে আলহাজ মো. হাসান জামিল বাবলু, মোহা. ইউনুস মিঞা ফিটু, মিসেস আঞ্জুমান আরা; সহসভাপতি পদে মোহা. তারেক আজিজ, আল. মোহা. সোহরাব আলী-২, মোহা. মিজানুর রহমান; সাধারণ সম্পাদক পদে মোহা. শামসুদ্দীন, মোহা. ফেরদৌসুল আলম ডলার, মোহা. নূরুল ইসলাম সেন্টু, মোহা. মাহমুদুল ইসলাম কনক; সহ-সাধারণ সম্পাদক পদে মোহা. গোলাম মোস্তফা-৫, ফরিদ আহাম্মেদ জনি, মো. ইকবাল আজম হীরা, মোহা. মাইনুল ইসলাম-২, এম আব্দুস সালাম; অর্থ সম্পাদক পদে তরিকুল ইসলাম আজিজি, মোহা. তসিবুর রহমান, মোহা. ফরহাদ হেসেন মিলন; গ্রন্থাগার সম্পাদক পদে মু. আবুল কালাম আযাদ, শাহিন কাদির; সাংস্কৃতিক সম্পাদক পদে তানভির রহমান নীতু, শেখ মো. শফিকুল ইসলাম বুলু, নাহিদ ইবনে মিজান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ৪টি নির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।
এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিটি মনোনয়নপত্র ১ হাজার টাকা, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ৭০০ টাকা, অনান্য সকল পদে প্রতিটি ৬০০ টাকা এবং ভোটার লিস্ট প্রতি সেট ১০০০ টাকা দাম ধরা হয়েছে।
নির্বাচন আচরণ বিধি যথাযথভাবে সবার জন্য বাধ্যতামূলক অনুসরণীয় বলে ঘোষিত তফসিলে বলা হয়েছে।
এদিকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। আচরণবিধিতে বলা হয়েছে, ১. কোনো প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা চালাতে পারবেন না। তবে যদি কোনো ভোটার অসুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করেন, তবে কেবলমাত্র সেই ক্ষেত্রে এই বিধি শিথিলযোগ্য হবে। ২. প্রার্থীগণ দলবদ্ধভাবে বিভিন্ন উপজেলা বা থানা পর্যায়ে নির্বাচন প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন প্রচারণা কেবলমাত্র আইনজীবী সমিতির ভবন এলাকায় সীমাবদ্ধ থাকবে। ৩. ভোট গ্রহণের আগের দিন ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ভোটের প্রচারণা কার্যক্রম চলবে। রাত ১২টার পর ভোটের প্রচারণা কার্যক্রম করা যাবে না। ৪. অসুস্থ ভোটারকে কোনো আইনজীবী সাথে করে ভোট কেন্দ্রে (কক্ষে) নিয়ে যেতে পারবেন না। অসুস্থ ব্যক্তির আত্মীয়স্বজন বা অন্য কেউ না থাকলে নির্বাচন কমিশনের সদস্যগণের মধ্যে একজন সেই অসুস্থ ব্যক্তিকে ভোট কেন্দ্রে (কক্ষে) ভোট প্রদানে সহায়তা করতে পারবেন। ৫. ভোট কেন্দ্রের (কক্ষে) লাগা উত্তর দিকের ঘরে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী অযথা ঘুরাঘুরি করতে পারবেন না এবং ওই ঘরে চেয়ার নিয়ে কোনো প্রার্থী বা কোনো আইনজীবী বসতে পারবেন না। ৬. যে কোনো পক্ষ প্যানেল পরিচিতি ব্যানার : প্যানেলের প্রার্থীগণের সকলের একত্রে ব্যানার তৈরি করতে পারবেন সর্বোচ্চ দুটি। ব্যানার দুটি বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবে। ব্যানারের সাইজ সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। প্যানেলের প্রার্থীর একক ব্যানার করা যাবে না। ৭. একক প্রার্থীর ব্যানার পরিচিতি : প্যানেলের বাইরে এককভাবে কেউ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি এককভাবে সর্বোচ্চ দুটি ব্যানার তৈরি করে বারের সম্মুখে ঝুলিয়ে প্রচার করতে পারবেন। ব্যানারের সাইজ সর্বোচ্চ ৫ ফুট বাই ৩ ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ৮. প্রার্থীগণ প্রচারের স্বার্থে হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন।