জেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

206

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চাঁপাইনাবগঞ্জ জেলাপ্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এ জেড এম নুরুল হক। নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে ৫ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এজেডএম নুরুল হক। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এজেডএম নুরুল হক বলেন, তোমরা কেউ মাদকের দিকে যাবে না মাদককে আমরা না বলবো। আমরা জঙ্গিবাদকে কোনরকমের প্রশ্রয় দিবো না। জঙ্গিবাদের দিকে গিয়েছে এই রকম কাউকে সন্দেহ হলে আমরা যথাযথ কতৃপক্ষকে অবহিত করবো কলেজের ছাত্রীদের আমাদের বোনদের উত্ত্যক্ত করবো না। তাহলে এই দেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তাহলে আমাদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবেনা। তোমাদের সঠিক তথ্য দেওয়ার জন্য আজকের আয়োজন। এখানে এক বা একাধিক ফটোসেশন প্রদর্শনী হবে। তোমরা এইগুলো মন দিয়ে দেখবে অনুধাবন করার চেষ্টা করবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম বলেন, যে সমস্ত এলাকা গুলোতে নতুন করে যুবকেরা ঘুরতে আসছে, ওদের কিন্তু জঙ্গিদের কিন্তু লেবাশ ব্যবহার করে। কারো সাথে মিশে না কোন ব্যক্তির সাথে কথা বলে না। তার বাচ্চা, ছেলেমেয়েকে কারো সাথে মিশতে দেয় না। তাহলে বুঝতে হবে এই লোকের মধ্যে কোন ঘাপলা আছে। তার সম্পর্কে আমাদের একটু তথ্য দিবেন। এই কলেজের মধ্যে মাদক সেবিদের অবাঞ্চিত ঘোষনা করবেন। যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন তারা আমাদের তথ্য দিবেন। আমি অনুরোধ করবো যারা নতুন করে ধর্মীয় ডাক দিচ্ছেন তারা কোন না কোন রকম ভাবে ঝামেলা তৈরী করার চেষ্টা করছে। যদি এই সম্পর্কে কোন তথ্য থাকে তাহলে আমাদেরকে জানাবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, সহকারী পুলিশ সুপার মাহবুব আলম খান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাবিকদবৃন্দ। উল্লেখ্য, আজ চলচ্চিত্র প্রর্দশনীতে দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রথমটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “বাড়ি ফেরা” এবং তারেক হাসান নির্মিত “রান ওয়ে” চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। পর্যায়ক্রমে আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা নামোশংকরবাটী ডিগ্রি কলেজে, ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় নবাবগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায়, ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজে এবং ১৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী।