জেলায় ২৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু

232

চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ২৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে ১৩ হাজার ৮শ’ ৯৬জন। আজকের প্রথম পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ৩৭ জন। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫টি কেন্দ্রে ১৪ হাজার ৭শ’ ৬৪ জন এসএসসি, ৬টি কেন্দ্রে ৩ হাজার ৮শ’ ৬২ জন দাখিল ও ৭টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৩শ’ ১২ জন। এসএসসি পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে অনুপস্থিত ৬৯জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২৬জন, শিবগঞ্জ উপজেলায় ১৭জন, গোমস্তাপুর উপজেলায় ১৫,নাচোল উপজেলায় ১০ ও ভোলাহাট উপজেলায় ০১অনুপস্থিত ছিল। এদিকে পরীক্ষা শুরুর পর হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান জেলা প্রশাসক মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ের শিক্ষা শাখার দ্বায়িত্ব প্রাপ্ত সহকারি কমিশনার মাহেরা নাজনীন জানান, এসএসসি সাধারন ১৩৮৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩৭জন, এসএসসি দাখিলে ৩২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮জন ও এসএসসি ভোকেশনালে ১১৫২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন, তবে ভোকেশনাল দাখিলে ১২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১২ জনই উপস্থিত ছিলেন। কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি উল্লেখ করে তিনি আরো জানান শান্তিপূর্ন পরিবেশে প্রথম দিনের পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে,আগামী পরিক্ষা গুলোও শান্তিপূর্ন ভাবে শেষ করতে আমরা সক্ষম হব।