Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়ে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের নিয়ে ২দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার) সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকিব হোসেন মিলনায়তনে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন কারা হয়। এসময় উপস্থিত ছিলেন, রুপান্তরের পিস প্রজেক্টের মনিটরিং এ্যান্ড ইভিলেশন কডিনেটর প্রিতম মুস্তাফি, ট্রেনিং কডিনেটর রাবেয়া বরসী, প্রয়াসের পিস প্রজেক্টের প্রজেক্ট কডিনেটর মুহাম্মদ আব্দুল বারী, মনিটরিং অফিসার ফিরোজ আলম, ফিল্ড অফিসার সেলিম রেজা, বরেন্দ্র উন্নয়ন সংস্থা (বিওপি)’র প্রজেক্ট কডিনেটর সাইফুল ইসলাম, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস)’র প্রজেক্ট কডিনেটর আয়েশা খাতুনসহ জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।
কর্মশালায় সমাজে শান্তি, সম্প্রিতি ও সোহার্দ ফিরিয়ে আনতে শিক্ষকবৃন্দ কোন ধরনের ভুমিকা রাখতে পারে এই বিষয়ে আলোচনা করা হয়।

       

Exit mobile version