জেলায় সমবায় দিবস পালিত

145

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় রিক্সা চালক সমবায় সমিতি, ট্র্যাক শ্রমিক সমবায় সমিতি, খামার সমবায় সমিতি, কয়েকটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

পরে জেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা প্রফুল্ল কুমার প্রামানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।

জেলা সমবায় অফিসের পরিদর্শক জুয়েল উদ্দীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ জাভেদ ইকবালসহ জেলার বিভিন্ন সমবায় সমিতি সদস্যরা। অনুষ্ঠানে বক্তরা, এদেশে সমবায় আন্দোলনের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরেন। তারা সমবায়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

অন্যদিকে, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন শিমুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফসহ সমবায় বিভাগ ও সমবায়ী সদস্যগণ।

এদিকে, গোমস্তাপুরেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অরুণ কুমার পাল, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ ও সাংবাদিক আতিকুল ইসলাম।

নাচোলেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমবায় শক্তি, সমবায়’ই মুক্তি” প্রতিপাদ্যেকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা কৃষিকর্মকর্তা বুলবুল আহাম্মেদ, নাচোল থানার অফিসার ইন্চার্জ তদন্ত মাহবুবুর রহমানসহ অন্যরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সুনীল কুমার সরকার। শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ সমবায়ীর  হাতে পুরস্কার তুলে দেন।