জেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

116

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে নিরাপত্তামূলক একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা, থানা ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার ৫টি থানার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জগণ। পুলিশ সুপার সকল মন্ডপের নিরাপত্তা, নিজস্ব স্বেচ্ছাসেবক, মন্ডপের সৌন্দর্য, সিসি ক্যামেরা স্থাপন ইত্যাদির উপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ মন্ডপদের পুরস্কৃত করার ঘোষণা দেন। “ধর্ম যার যার উৎসব সবার” পুলিশ সুপার ঘোষণা দেন পূর্ববর্তী বৎসরের ন্যয় এ বৎসরেও তিনি স্ব-পরিবারে জেলার প্রতিটি থানার পূজামন্ডপ পরিদর্শন করবেন। শারদীয় দূর্গাপূজার আনন্দ জেলার সকল নাগরিকে সমবেতভাবে উপভোগ করার আহবান জানান। পূজামন্ডপকে কেন্দ্র করে যেকোন প্রকার মাদক, ইভটিজিং, ছিনতাই ইত্যাদি রোধে সকলের সহযোগিতা কামনা করেন। এ বৎসর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩২টি পূজামন্ডপের সার্বজনীন দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগামী দুর্গপূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে অনুরোধ করেন।