জেলায় শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সমাজ গঠনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

487

জেলার ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে শান্তি সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ সমাজ গঠনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস পীস প্রকল্পের সহযোগীতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই সংলাপ বাস্তবায়ন করেছে। আজ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম। আন্তঃধর্মীয় সংলাপে ইসলাম ধর্ম বিষয়ক আলোচনা করেন নামোশংকরবাটি হেফজুল উলুম এফকে মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, সনাতন ধর্ম বিষয়ে আলোচনা করেন মনোরঞ্জন ঠাকুর এবং খ্রিষ্ট্র ধর্মের আলোচক ছিলেন কর্ণেল লুইস মারমা, আরো উপস্থিত ছিলেন প্রয়াস পীস প্রকল্পের কার্যক্রম সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, উপজেলা ফিল্ড অফিসার সেলিম রেজাসহ অন্যান্যরা। প্রশিক্ষণে খ্রিষ্ট্র, সনাতন ও ইসলাম ধর্মের ৫০জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।