জেলায় র‌্যাব ও বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ ১ জন আটক

547

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে ৯ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, আজ সকালে গোদাগাড়ী বিওপির একটি টহল দল নায়েক সুবেদার কবির উদ্দিনের নেতৃতে, গোদাগাড়ী উপজেলার রেলবাজার পদ্মানদীর চর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

এদিকে, শিবগঞ্জ উপজেলার এখলাছপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক মঈনুল ইসলাম গোমস্তাপুর উপজেলার চৌডালা শুকরাবাড়ী গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার এখলাছপুর গ্রামের আখ মাড়াই কলের নিকট অভিযান পরিচালনা করে। তার কাছে থাকা ১টি বিদেশী রিভলবার, ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তুলের গুলিসহ হাতেনাতে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাখোরআলী এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সোহেল রানা পাচুকে আটক করে। র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।