জেলায় যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

299

দেশ ও জাতির কল্যাণ কামনায় নানান কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা শহরের শিবতলা কর্মকারপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির চত্বরে প্রদীপ প্রজ্বলন করে দিবসের সূচনা করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইকবাল হোছাইন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ শংকর কুমার কুন্ডু সহ অন্যান্যরা। পরে সেখান থেকে বাংলাদেশ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহযোগিতায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়। জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাসের সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, উপাধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী বাবুল কুমার ঘোষসহ অন্যান্যরা। স্বাগত বক্তব দেন, জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ। অনুষ্ঠান শুরুর পূর্বে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহিত কুমার দাঁর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে নাচোলেও ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠামী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে নাচোল কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমী আয়োজক কমিটির উদ্যোগে নাচোল মধ্য বাজার দূর্গামন্দির প্রাঙ্গনে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ, প্রার্থনা, কীর্তন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ আশিষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের জাতীয় সংসদ সদস্য মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমানসহ অন্যরা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে, গোমস্তাপুরেও জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত শোভাযাত্রাটি রহনপুর বাজারস্থ কার্যালয় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকা প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সহ- সভাপতি শ্রী গৌতম কুমার রায়, সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।