জেলায় মা দিবস পালিত

236

চাঁপাইনবাবগঞ্জে রবিবার মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদফতর আলোচনা সভা ও গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর র‌্যালির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে গতকাল রবিবার মা দিবস পালিত হয়েছে। বিকেলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, বিশিষ্ট সমাজসেবী মার্জিনা হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার।
গোমস্তাপুর প্রতিনিধি : গোমস্তাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে র‌্যালি বের হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী বরুণ কুমার পাল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. আব্দুল লতিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শামসুনাহার টুম্পা, সহকারী শিক্ষা অফিসার সুশান্ত চন্দ্র বর্মন ও বাবুল আখতার।

নাচোল প্রতিনিধি : নাচোলে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মা পালিত হয়েছে। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
র‌্যালিটি নেজামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড ওয়ার্ড সদস্য মো. আবুল কালাম আজাদ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. আব্দুল হালিমসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এদিকে রানীহাটি ইউনিয়েনও প্রয়াসের প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রানীহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসিম উদ্দিন, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সভাপতি আনোয়ারুল ইসলাম আজিম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী উজ্জল হোসেনসহ ইউনিটের কর্মকর্তাবৃন্দ।