জেলায় মাধ্যমিক পর্যায়ের গ্রীষ্ককালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

271

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের গ্রীষ্ককালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলার পুরাতন স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় আর উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদেরসহ অন্যান্যরা। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের পূর্বে ছাত্রদের ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মোকাবেলা করে শিবগঞ্জ উপজেলার চাতরা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠিত ফাইনালে চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যা¤িপয়ন হয় চাতরা উচ্চ বিদ্যালয়। খেলার প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চাতরা উচ্চ বিদ্যালয় ফুটবল দল। প্রথমার্ধ্যরে নির্ধারত ৩০ মিনিটের মধ্যেই চাতরার স্ট্রাইকার আকাশের হ্যাট্রিকে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ্যে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পায়নি কোন দলই। গোলের জন্য মরিয়া হয়ে উঠা চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যায়ের সবুজ ও খলিল ৭ ও ৯ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিনত হয় তারা। ফলে আর খেলায় ফেরা হয়নি চামাগ্রামের। ৩-০ গোলের ব্যবধানে হেরেই মাঠ ছাড়ে চামাগ্রাম উচ্চ বিদ্যালয় ফুটবল দল। ছাত্র ও ছাত্রীদের ২ বিভাগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দৌড় এবং সাঁতার (বুক, চিৎ, মুক্ত ও প্রজাপতি)।