জেলায় মাদক বিরোধী অভিযানে ১৬ জন আটক

203

শিবগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ ডলার নামের এক যুবককে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া গ্রামের জিন্নুর রহমানের ছেলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে আমতলা বাজার এলাকাই এএসআই রিপনের নেতৃত্বে এএসআই রাসেলসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ডলারকে হাতেনাতে আটক করে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে ১শ’ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো-চকআলমপুরের মৃত মতিউর রহমানের ছেলে আমিন ও মহারাজপুর মেলার মোড়ের মৃত মোজাফফরের ছেলে জাহাঙ্গীর। গোয়েন্দা বিভাগের ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, মাদক সেবনের দায়ে ১ব্যক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা ইউনিয়নের রানীদিঘী গ্রাম থেকে গোমস্তাপুর উপজেলার কাঞ্চণতলা গ্রামের খোষ মোহাম্মদের ছেলে ফন্টুকে গাঁজা সেবন অবস্থায় নাচোল থানার এএসআই হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে আটক করেন। এব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ও আসামীকে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।এছাড়া, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশনায় ও সহকারী কমিশনার ভুমি বরমান হোসেনের নেতৃত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব টিমের সহযোগিতায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল দিনব্যাপী শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত ১২ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করে প্রত্যেককে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ দিনের কারাদ- দিয়ে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরমান হোসেন।