জেলায় মাদকসহ ৬ জন আটক

239

চাঁপাইনবাবগঞ্জ শহরে পুলিশ অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ দু’জন গ্রেপ্তার হয়েছে। এরা হলেন শহরের উপর রাজারামপুর মহল্লার মৃত.নজরুল ইসলামের ছেলে আব্দুল করিম ও হরিপুর মেঘুপাড়া মহল্লার মঞ্জুর রহমানের ছেলে টুটুল। গতকাল রাতে শহরের হরিপুর মিয়াপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সদর থানার পরদির্শক (অভিযান) ইদ্রিস আলী জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে গতকাল রাতে হরিপুরে অভিযান চালিয়ে ওই দু’জনকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক ইদ্রিস। এদিকে, সদর উপজেলার কোদাল কাঠি মাঠ নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন এবং ২ বোতল ফেন্সিডিল আটক করেছে ৫৩ বিজিবি। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে পোলাডাংগা বিওপির একটি টহলদল সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে ঐ এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত মাদকসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগতি সাপেক্ষে ধ্বংশের নিমিত্তে অত্র ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা করা হয়েছে।  অন্যদিকে, নাচোলে চলমান মাদক বিরোধী অভিযানে ৪ মাদক সেবী ও ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে নাচোল থানা পুলিশ। গতকাল রাতে নাচোল থানার এসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স উপজেলার নাচোল ইউপির হাঁকরইল গ্রামের পশ্চিম সাঁওতাল পাড়ায়, অভিযানকালে ওই গ্রামের মৃত নিতাই হাসদার ছেলে ধুলিরাম হাসদাকে ব্যবসার উদ্দেশ্যে মজুদকৃত ১০লিটার দেশীয় চোলাই মদ সহ আটক করে। এসময় একই গ্রামের মৃত ভাদু সিং এর ছেলে স্বপন কুমার সিং, সূর্যপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে মোস্তফা এবং নাচোল পাইলট স্কুল পাড়ার মৃত আব্দুল গনির ছেলে মজুকে মদপান অবস্থায় আটক করে নাচোল পুলিশ। নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, চলমান মাদক বিরোধী অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।