জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ প্রণয়নে কর্মশালা

187

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ‘সমন্বিত কর্মপরিকল্পনা’প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ কর্মশালার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ শামিল উদ্দীন আহম্মেদ শিমুল। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫৯-বিজির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আমীর হোসেন মোল্লা, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

এ সময় নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কু-ু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উঁরাও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান খান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৫ থানার ওসি, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এব সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে বক্তারা মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, সকল ধর্মীয় নেতৃবৃন্দ, পিতা-মাতা, সুশীল সমাজ, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।