জেলায় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে ২ লক্ষাধিক শিশুকে

489

চাঁপাইনবাবগঞ্জে আজ ২ লাখ, ৮শ’ ৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান। সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জসিমুদ্দিন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুরুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, স্বাস্থ্য বিভাগের রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুর রহমান, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা, চাঁপাইনবাবগঞ্জে ইউনিসেফ পূষ্টি বিশেষজ্ঞ ডা.আবু সায়েম, ইপিআই সুপারিনটেন্ডেট আমিরুল মোমেনিনসহ অন্যান্যরা। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম পৌরসভা চত্বরে ভিটামিন এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুল বারেক, পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. ওলিউল ইসলাম খান। জেলার ৫ উপজেলার ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৮ শ’ ৪৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ৭৬ হাজার ৯শ’ ৬৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।