জেলায় বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

463

স্বাস্থ্য আমার অধিকার প্রতিপাদ্যে বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে জেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়। পরে কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন কর্মকর্তা ডা. সায়ফুল ফেরদৌশ মুহা ঃ খায়রুল আতার্তুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এসশয় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের কর্মকর্তা আব্দুল মাতিনসহ বিভিন্ন এনজিও ও সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সহযোগিতায় ব্র্যক, লাইট হাউস, প্রদীপ্ত, সমতা নারী উন্নয়ন সংস্থা, সিয়াম, নিবীড়, আইএফবিসি, সূর্যের হাসি ক্লিনিক, আরএসডিএফ ও বিসিডিপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান এইডস রোগের কারণগুলো তুলে ধরে সবাইকে সচেতন থাকতে হবে। প্রবাসীরা দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে যাতে এইচআইভি থাকলে চিকিৎসা দেওয়া যায়। এছাড়াও পরিবারের সকলকে সচেতন থাকতে হবে। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন কর্মকর্তা ডা. সায়ফুল ফেরদৌশ মুহাম্মদ খায়রুল আতার্তুক বলেন, এইডস রোগ সহজে প্রকাশ পায় না। আর মানুষ যেহেতু মাদক গ্রহণ করে সেক্ষেত্রে এইডসে আক্রান্ত হওয়ার ঝুকি থাকে। সিরিঞ্জের মাধ্যমে মাদক নেয়ার ফলে এইডস হতে পারে তাই মাদক থেকে দুরে থাকতে হবে।