জেলায় প্রয়াসের উদ্যোগে কৃষি পরামর্শ সভা অনুষ্ঠিত

660

প্রয়াসের উদ্যোগে সদর উপজেলার ইউনিট ২ মহারাজপুরে কৃষি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত সভায় জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আনন্দ কুমার অধিকারী, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ্, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হামিম রেজা, প্রয়াসের মৎস কর্মকর্তা লাহু মিয়া উপস্থিত ছিলেন। এসময় ৪০ জন সদস্যের মধ্যে কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ প্রভৃতির বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে পরামর্শ দেন তারা। ডালিম ও পেয়ারার পোকার সমস্যার সমাধানে ফ্রুট ব্যাগিং করার পরামর্শ ও উন্নত প্রজাতির চারা ও বীজ ব্যবহারে পরামর্শ দেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড: হামিম রেজা। জেলা মৎস্য কর্মকর্তা, কৃষকদের নদীতে খাঁচায় মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি মাছের বিভিন্ন রোগ প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। অন্যদিকে, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা গবাদি পশুর উকুন দমনে করনীয় ও ভালো গবাদি পশু কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেন এবং সেইসাথে হাঁস-মুরগির রোগ দমনে টিকাদানের উপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রয়াসের কৃষিবিদ আতাউর রহমান ও সার্বিক দায়িত্বে শাখা ছিলেন ব্যবস্থাপক রেজাউল করিম।