জেলায় প্রথমবারের মত পালিত কমিউনিটি পুলিশিং ডে পালিত

557

জঙ্গি মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে-প্রতিপাদ্যে জেলায় প্রথমবারের মত পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে আজ সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি বন্যার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে এসে শেষ হয়। র‌্যালী শেষে টাউন ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় মুক্তিযোদ্ধা ও সাবেক সদর উপজেলা চেয়্যারম্যান আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান সমন্বয়কারী মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা ওয়ারেছ আলী মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী হাসান, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, সদর উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান, সদর থানার অফিসার ইন-চার্জ সাবের রেজা আহমেদ, সাবেক পৌর মেয়র আব্দুল মতিন, প্যানেল মেয়র-১ সাইদুর রহমান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ জেলার বিভিন্ন স্তরের জনসাধারণ।

কমিউনিটি পুলিশিং দিবসে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন মাদক সংস্লিষ্টতার কারনে চাঁপাইনবাবগঞ্জের ৪ পুলিশ সদস্য চাকুরী হারিয়েছেন, অভিযোগ উঠায় বদলী হয়েছেন ২৬ জন সদস্য। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং ফোরামে বিশেষ অবদানের জন্য শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন ও সদর থানার এসআই মাকসুদুর রহমানকে পুলিশের আইজির সৌজন্যে ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে, শিবগঞ্জে কমিনিটিং পুলিশিং ডে উপলক্ষে বর্নাঢ্য র‌্যালিটি শিবগঞ্জ থানা চত্বর থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিন হয়ে উপজেলা পরিষদে শেষ হয়, র‌্যালি শেষে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ জনতা ভাই ভাই, সন্ত্রাসীদের রক্ষা নাই- এ প্রতিপাদ্যে উপজেলা কমিনিটি পুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমানেরর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার আরিফ, অফিসার ইনচার্য হবিবুর রহমান হাবিব, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, চককিত্তি ইউপি চেয়ারম্যান মোফাক্কারুল ইসলাম, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অন্যদিকে, নাচোলে কমিউনিটি পুলিশিং ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নাচোল কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল থানা কমপাউন্ড থেকে বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচোল সরকারী কলেজে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ চেীধুরী জুবায়ের আহম্মেদ, অফিসার ইনচার্জ তদন্ত মাহাতাব উদ্দিন, নাচোল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচীব আমিরুল ইসলামসহ অন্যান্যরা। পরে নাচোল সরকারী কলেজ হলরুমে নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে পুলিশ জনতা, জনতাই পুলিশ-এই প্রতিপাদ্যকে সামনে জঙ্গীবাদ, সস্ত্রাস, মাদক প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে আইন শৃংঙ্খলা বাহিনীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

ভোলাহাটেও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য রালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হাসান। এসময় আরো উপস্তিত ছিলেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হোসনে আরা পাখি, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব শাজাহান আলী মাষ্টার ও সেক্রেটারী ইখতিয়ার উদ্দীনসহ অন্যান্যরা।