জেলায় পুলিশ ও র‌্যাবের অভিযানে ১৫ জন আটক ও সাজাপ্রদান

173

সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের সরকারের মোড় থেকে হেরোইনসহ ২ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন সহ নয়ালাভঙ্গার মনজুরের ছেলে রহিমকে আটক করা হয়। অপর এক অভিযানে অস্ত্র মামলার আসামি ফজলুল হককে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সে সাথে ১০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রাত থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব-৫ ক্যাম্পের একটি দল। র‌্যাবের পাঠানো ই-মেইল থেকে জানা যায়, বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা এবং দেশীয় তৈরি ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ১০ জন মাদকসেবীকে জরিমানা ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব। অন্যদিকে, নাচোলে ৩ জন গাঁজা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলো- উপজেলার কসবা ইউনিয়নের সোনামাসনা গ্রামের কেতাব উদ্দিনের ছেলে কসিমুদ্দিন, কলিহার গ্রামের ভেজাল রায়ের ছেলে সেপাল রায় এবং নেজামপুর ইউনিয়নের দোগাছী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আবুজার। গতকাল বিকেলে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে উপজেলার ১নং কসবা ও ৪নং নেজামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, উপজেলার কসবা ইউনিয়নের সোনামাসনা গ্রামের কসিমুদ্দিনকে ১০৯ গ্রাম গাঁজা এবং কলিহার গ্রামের সেপাল রায়কে ১৪০ গ্রাম ও নেজামপুর ইউনিয়নের আবুজারকে ১০৩ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।