জেলায় পুলিশের পৃথক অভিযান, আটক ৩০ : অস্ত্র ও গান পাউডার উদ্ধার

255

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র ও গানপাউডার উদ্ধার করা হয়। আজ দুপুর সোয়া ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান এ-তথ্য জানিয়েছেন। প্রেসব্রিফিংয়ে জেলা পুলিশের এ-কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারের একটি আমবাগান এলাকায় গতকাল রাত সাড়ে ১০ টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১ জনকে আটক করে। এ-সময় প্লাষ্টিকের ব্যাগে থাকা ৩০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। আটক মোহন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী গ্রামের মাইনুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান ওরফে মোহন। এ-ছাড়া, একই দিন একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর গ্রামের আব্দুল জাব্বার মিস্ত্রির ছেলে আব্দুল মালেককে ১ টি পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক মালেকের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এছাড়াও মাদকসহ বিভিন্ন মামলার আরো ৩৪ জনকে পুলিশ আটক করেছে। এ-সময় ৫শ বোতল ফেন্সিডিল ও ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানা ওয়ারেন্টমূলে ও নিময়মিত মামলায় ৬জনকে, গোমস্তাপুর থানা ৫জনকে, নাচোল থানা ৩জনকে, ভোলাহাট থানা ৬জনকে এবং শিবগঞ্জ থানা ১৫জনকে আটক করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্যদের অভিযানে প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী, জাল টাকা, অস্ত্র ব্যবসায়ী, মাদক সেবনকারী, অবৈধ যানবাহন আটকসহ বিভিন্ন অপরাধ দমন করতে চালানো হচ্ছে এ-সব অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।