Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

জেলায় নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


চঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, আমজাত পণ্য প্রক্রিয়াকরণের উপর প্রশিক্ষণ, তাজা আম এবং তার পণ্যগুলোর রপ্তানির সুযোগ বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শুকুরুদ্দীন, সংগঠনটির সাধারণ সম্পাদক কোরাইশী মিলু, এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম সহকারী লিটন চন্দ্র রায়। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. সাইফুর রহমান, একই প্রতিষ্ঠানের জার্মপ্লাজম অফিসার জহুরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় মানব দেহের জন্য কেমিক্যাল মুক্ত নিরাপদআম চাষাবাদ পদ্ধতি, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির করণের অঙ্গীকার করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ী। গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version