জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

206

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্কের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, ডা. আব্দুল মাতিন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে গত ২৩ থেকে আজ পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী পুষ্টি সপ্তাহের প্রথম দিনে র‌্যালি ছাড়াও, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিনি ট্রাকে বাউলগানের মাধ্যমে পুষ্টি দিবস প্রচার কর্মসূচি পালিত হয়। এছাড়া পুরো সপ্তাহজুড়ে মায়ের পুষ্টি নিয়ে আলোচনা, পুষ্টিমেলা, পুষ্টিকর খাদ্য প্রদর্শনী, কমিউনিটি ক্লিনিকগুলোতে পুষ্টি সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুষ্টি সপ্তাহের। জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে সদর উপজেলার বারোঘরিয়া এলাকার দেওয়ানপাড়া কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত মৌসুমি ফলমূল ও শাকসব্জি নিয়ে আলোচনা ও প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বেল্লাল হোসেন, দ্বিতীয় হয়েছেন জাকারিয়া ও তৃতীয় হয়েছেন আখতার ইসলাম। অভিভাবকদের মধ্যে পুষ্টিকর খাবার তৈরি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রুবিনা ইয়াসমিন, দ্বিতীয় হয়েছেন তানজিলা ইসলাম ও তৃতীয় হয়েছেন লিজা। শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নুসরাত জাহান নূর, দ্বিতীয় হয়েছেন সাদিয়া জাহান ও তৃতীয় হয়েছেন মুয়াখখিরু আওয়াল। আলোচনা শেষে অতিথিবৃন্দ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন। এদিকে, নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপ্ত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, বিশেষ অতিথি ছিলেন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিক্যাল অফিসার ডাঃ ইমতিয়াজ তারিক, নাচোল সরকারী কলেজের প্রভাষক বেলাল উদ্দিনসহ অন্যরা। আলোচনা শেষে শিশুদের পুষ্টিকর খাবার প্রতিযোগীতা, মা-বাবা, বৌ-শাশুড়িদের নিয়ে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর তৈরিকৃত খাবার নির্বাচন প্রতিযোগীতা এবং কৃষকদের নিয়ে মৌসুম অনুযায়ী ফলমূল শাকসবজি নিয়ে আলোচনা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।