জেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উৎযাপিত

347

“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮ উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কবির উদ্দিন আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেশুর রহমান, জেলার বিভিন্ন পর্যায়ের খাদ্য উৎপাদনকারী, হোটেল ব্যবসায়ীসহ অন্যান্যরা। নিরাপদ খাদ্য উৎপাদনে প্রতন্ত্য এলাকায় আরও বেশি জনসচেতনতা বাড়ার প্রতি গুরুত্ব দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেশুর রহমান। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান, ব্যবসায়ীদের সচেতনতা বাড়ার পাশাপাশি নৈতিকভাবেও সচেতন হওয়ার প্রতি আহব্বান জানান। জেলার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভেজাল খাদ্যের কুফল সম্পর্কে সচেতন করার জন্য শিক্ষা কর্মকর্তাদের পরামর্শ দেন তিনি।