জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ, ব্র্যাক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব দক্ষ মানুষদের বিশ্ব। কাজেই যে দেশে যাবেন সে দেশের ভাষা এবং যে কাজে যাবেন সেই কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করে যাবেন। তা না হলে যে স্বপ্ন নিয়ে বিদেশ যাবেন তা স্বপ্নই থেকে যাবে। তাছাড়া বেসিক ইংরেজিটা ভাষাটাও শিখে যাবেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্তিক সার্বিক বিষয় তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে টিটিসিতে জাপান, জার্মান ও কোরিয়ার ভাষা শিক্ষা কোর্স চালু আছে। আরো ৩ টি দেশের ভাষা শিক্ষা কোর্স চালুর অনুমতি পাওয়া গেছে।
ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্টেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ তার বক্তব্যে জানান, বর্তমানে ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা আবার ঘুরে দাঁড়িয়েছে, এখন ডিপোজিট প্রায় দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে এবং গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জে শুধু ইসলামি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬শ কোটি টাকার ওপর। এছাড়াও আলোচনায় অংশ নেন. প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক কার্তিক কুমার প্রাং, ব্র্যাকের জেলা সমন্বকারী মমেনা খাতুন, সফল প্রবাসী মো. শরিফ ও ফাতেমা খাতুন।
আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুইজনকে ক্রেস্ট প্রদান করা হয়।