জেলার বাজারে বেড়েছে সবজির দাম; চালের দামও উর্ধ্বমুখি

চাঁপাইনবাবগঞ্জে সকল প্রকার সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া চিকন চালের দামও উর্ধ্বমুখি রয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ টাকা, সাদা স্বর্ণা ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৭৮ টাকা। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, চিনি ১১৭-১১৮ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটোর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা ও মুগ ডাল প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়।
তিনি জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ রহমান জানান, রমজানের পর সব ধরণের সবজির দাম বাড়ছে। সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধির কারণ বলে তিনি জানান। তিনি আরো জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ৭০ টাকা, বেগুন ৬৫-৭০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, দেশী করোলা ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৫০-৫৫ টাকা, টমেটো ৩৫-৫০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশী সজনে ডাটা ৮০-১২০ টাকা, দেশী কাঁচকলা ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, ঝিঙ্গা ৬০-৭০ টাকা, গাজর ৫০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা ও চাল কুমড়া ৭০ টাকা প্রতি পিস।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিড়কা মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, রুই ওজনভেদে ২৩০-৩৫০ টাকা, বড় কাতলা ৩২০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা, শোল ৬৫০-৭০০ টাকা, ট্যাংরা ৬০০-১৪০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, বোয়াল ৭৫০-৮০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকা, পাঙ্গাস ১৬০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ টাকা, একজি ওজনের ইলিশ ২০০০-২২০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০০ টাকা।
এদিকে মুরগি বিক্রেতা আলম জানান, দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৩০-৫৪০ টাকা, শরিফুল জানান, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা, লাল লেয়ার ৩০০-৩১০ টাকা, সাদা লিয়ার ২৭০ টাকা, প্যারেন্স মুরগি ৩৪০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।