জেলায় বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এবং শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা ও পদ্মা নদীর বন্যার পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হল- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চাকপাড়া মহল্লার গ্রাম্য চিকিৎসক কাওসার আলী লিটনের একমাত্র সন্তান মোজাহিদুর রহমান রেহান ওরফে হাদি ও লিটনের সহদোর নির্মাণ শ্রমিক মতিউর রহমান খোকনের ছেলে আবদুল্লাহ আল আরিয়ান এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরিশয়া বাবুপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাইদ। এর মধ্যে মোজাহিদ ও আরিয়ান স্থানীয় কিন্ডারগার্টেনে পড়ে। আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। পরিবার, হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে খেলতে বেরিয়ে বাড়ির নিকটেই নীচু স্থানে উঠে আসা মহানন্দার বন্যার পানির কিনারে দাঁড়িয়ে ছিপ নিয়ে মাছ ধরছিল দুই চাচাতো ভাই মোজাহিদ ও আরিয়ান। এসময় কোনভাবে তারা পানিতে পড়ে ডুবে যায়। এর মধ্যেই পরিবারের সদস্যরা দু’ভাইয়ের খোঁজ করে তাদের পানি থেকে উদ্ধার করে। দ্রুত তাদের জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরা খাতুন বিকাল ৪টায় দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনে গর্তে উঠে আসা পদ্মা’র বন্যার পানিতে ডুবে যায় সাইদ। কিছুক্ষণের মধ্যেই খোঁজ করে বাড়ির পেছনে পানিতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া ঘটনাগুলো নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলে জানিয়েছে পুলিশ।