জুলাইয়ে রফতানি আয় বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার

139

চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে রফতানি আয় ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আজ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে বিষয়টি জানানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাইয়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের চেয়ে ১ দশমিক ৬৫ শতাংশ বেশি আয় হয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, গত মাসে বাংলাদেশ ৩৯৮ কোটি মার্কিন ডলারের সমমূল্যের পণ্য রফতানি করেছে। ২০২১ সালের জুলাই মাসে এ রফতানি পরিমাণ ছিল ৩৪৭ কোটি ডলার। এ ক্ষেত্রে আগের বছরের তুলনায় চলতি বছরের জুলাইয়ে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭২ শতাংশ।