জিপিএ ৫ এর পরিবর্তে চালু হচ্ছে ৪

128

সব ধরনের পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ না রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষায় আর জিপিএ-৫ পাওয়ার সুযোগ থাকছে না। বিষয়টি চালু হবে আগামী জেএসসি পরীক্ষা থেকেই। পরবর্তী জেএসসি থেকে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ সিজিপিএ ৪-এর মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানাগেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে এক বৈঠকে সিজিপিএ পুনর্বিন্যাস করে একটি খসড়া উপস্থাপনের নির্দেশ দেন।