জিদানের সামনে ছেলে লুকার দাপুটে অভিষেক

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের জন্য গত রাতটি ছিল একেবারেই অন্যরকম। ফুটবল মাঠে অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেও এবার তিনি গ্যালারিতে বসে উপভোগ করলেন ছেলের সাফল্যের আনন্দ। আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) আলজেরিয়ার হয়ে ছেলে লুকা জিদানের অভিষেক ম্যাচ ও জয় স্বচক্ষে দেখলেন এই ফরাসি কিংবদন্তি। মরক্কোর এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় আলজেরিয়া।
ক্যারিয়ারের স্বর্ণযুগে জিনেদিন জিদান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিশ্ব কাঁপিয়েছেন, আর ২৭ বছর বয়সী ছেলে লুকা জিদান সামলাচ্ছেন আলজেরিয়ার গোলপোস্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পুরো সময় গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন লুকা। ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করার পাশাপাশি অভিষেক ম্যাচেই তিনি রেখেছেন ‘ক্লিন শিট’। ছেলের খেলা দেখতে স্টেডিয়ামের সামনের সারিতেই বসেছিলেন জিনেদিন জিদান। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যখনই ফরাসি এই মহানায়কের মুখ ভেসে উঠছিল, তখনই পুরো গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে। জিনেদিন জিদানের উপস্থিতি আলজেরীয় সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করে। লুকা জিদানের ফুটবলের হাতেখড়ি ফ্রান্সে। তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত খেলেছেন। তবে গত ১৯ সেপ্টেম্বর ফিফা তাঁর জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন দেয়। এরপর অক্টোবরে উগান্ডার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আলজেরিয়ার হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে গোলকিপিং করছেন। আলজেরিয়া ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে এবং ফর্ম বজায় থাকলে আগামী বিশ্বকাপের মঞ্চে জিদান পরিবারের পরবর্তী সদস্য হিসেবে লুকা জিদানকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে