জিদানের এই রিয়াল সর্বকালের সেরা ফুটবল টিম

458

জিদানের এই রিয়াল সর্বকালের সেরা ফুটবল টিম  যুগে যুগে বিশ্ব ক্লাব ফুটবলে অনেক ক্লাবই একচ্ছত্র রাজত্ব করেছে। পরিচিতি পেয়েছে ‘স্বপ্নের টিম’ হিসেবে। ১৯৫৫ থেকে ১৯৬০, এই সময়ে বিশ্ব ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের ছিল একচ্ছত্র আধিপত্য ফুটবল রূপ কথারই অংশ হয়ে আছে। ঊনিশ সত্তরের দশকের শুরুর দিকে ইয়োহান ক্রুইফদের আয়াক্সের রাজত্বও ক্লাব ফুটবল রূপকথারই অংশ। সত্তরের দশকের আয়াক্সই প্রথম জন্ম দেয় টোটাল ফুটবল। সত্তরের দশকেরই শেষের মাঝের দিকে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-জার্ড মুলারদের বায়ার্ন মিউনিখের রাজত্বের কথা এখনো প্রবীন ফুটবলপ্রেমীদের মুখে মুখে। ১৯৮৯-১৯৯০ এর দিকে অ্যারিগো সাচ্চি গড়ে তুলেছিলেন ‘স্বপ্নের এসি মিলান’। ১৯৯২-৯৩ এর দিকে কোচ ইয়োহন ক্রুইফের বার্সেলোনা বিশ্ববাসীকে আবিষ্ঠ করে নতুন ধাচের ফুটবল দিয়ে। ২০০৮-২০১২ সময়ে টিকি-টাকার ফুটবল দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় পেপ গার্ডিওলার বার্সেলোনা। কিন্তু ইতিহাসখ্যাত সেই সব ‘টিম’কে হারিয়ে ‘সর্বকালের সেরা ফুটবল টিম’-এর মুকুট ছিনিয়ে নিল জিনেদিন জিদানের বর্তমান রিয়াল মাদ্রিদ।সত্যিই তাই। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র ইংলিশ ভার্সনের পাঠকদের ভোটে ‘সর্বকালের সেরা ফুটবল টিম’-এর খেতাব জিতেছে জিদান-রোনালদোদের বর্তমান রিয়ালই। ২০১৬ সালের জানুয়ারির রাফায়েল বেনিতেজের অধীনে খাবি খাচ্ছিল রিয়াল। জয়ের সূত্রটা বলতে গেলে ভুলেই গিয়েছিল রিয়াল জিদানের মায়াবী হাতের স্পর্শে সেই রিয়ালই টগবগে ফুটতে থাকে। লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছিল আগেই। রিয়ালের সামনে যে ট্রফিটা জয়ের সুযোগ ছিল, দলকে নতুন মোড়কে গড়ে তুলে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় জিদান সেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেন রিয়ালকে।সদ্য শেষ হওয়া মৌসুমে তো জিদানের রিয়াল গড়েছে এক গাদা রেকর্ডই। ১৯৫৮ সালের পর প্রথম বারের মতো রিয়ালকে ভাগিয়েছেন লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ-ডাবল জয়ের কীর্তিতে। শুধু কী তাই? ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণের পর প্রথম দল হিসেবে জিদানের রিয়াল গড়েছে টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের কীর্তি। এ নিয়ে সর্বশেষ চার মৌসুমের মধ্যে ইউরোপের সেরা ক্লাবগুলোর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বারই চ্যাম্পিয়ন রিয়াল। একই সঙ্গে ক্লাব বিশ্বকাপের শিরোপা মুকুটও জিদানের রিয়ালের মাথায়ই। অবিশ্বাস্য এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘সর্বকালের সেরা ফুটবল টিম’ হওয়ার দৌড়ে জিদানের রিয়াল জিতেছে অনেক এগিয়ে থেকেই। ভোটের লড়াইয়ে জিদানের এই রিয়ালের সঙ্গে ইতিহাসের অন্য সেরা দলগুলো প্রতিদ্বন্দি¦তাই করতে পারেনি। মোট ভোটের ৬৩ শতাংশ ভোট পেয়ে ‘সেরার মুকুট’ পেয়েছে জিদানের এই রিয়াল ১৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সেরা হয়েছে আলফ্রেডো ডি স্টিফানোদের ১৯৫৫-১৯৬০ সালের সেই রিয়াল। ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় গার্ডিওলা-মেসি-জাভিদের টিকি-টাকার বার্সেলোনা। অ্যারিগো সাচ্চির ‘স্বপ্নের এসি মিলান’ পেয়েছে ৫ শতাংশ ভোট। খেলোয়াড় ক্রুইফের আয়াক্স, কোচ ক্রুইফের বার্সেলোনা ও বেকেনবাওয়ার-জার্ড মুলারদের বায়ার্ন মিউনিখ পেয়েছে সমান ১ শতাংশ করে ভোট।সবার অবগতির জন্য এই তথ্যটা অবশ্য জানিয়ে রাখা উচিত। ভোটের আয়োজনকারী স্প্যানিশ ক্রীড়া দৈনিক রিয়াল মাদ্রিদের ‘মুখপাত্র’ হিসেবেই পরিচিত। তবে মার্কার ইংলিশ ভার্সন পত্রিকটা বিশ্বের সব ধরনের ফুটবলপ্রেমীরাই পড়েন